পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
17 March 2022, 02:52 PM
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে উড়ানো হয় রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও শিশুদের উন্নয়নে তাঁর সরকারের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।